Complaint Letter to Postmaster in Bengali Language : In thir letter we are provifing পোস্টমাস্টারের কাছে অভিযোগ পত্র. তােমার চিঠি সময় মতন পৌছায় না, সে সম্পর্কে নালিশ জানিয়ে পােস্টমাষ্টারকে একটা চিঠি. Bengali Complaint Letter to Postmaster. পােস্টমাস্টার মহাশয়, আমার বাড়ীতে আমার চিঠিপত্র ঠিক মতন পৌছায় না, এটা সত্যিই অসহ্য হয়ে উঠেছে আমি তাই আপনার অনুগ্রহ প্রার্থনা করি। আমার বাড়ীতে চিঠিপত্র সংগ্রহের জন্য বাক্স টাঙানাে আছে কিন্তু তা সত্ত্বেও পােস্টম্যান পাশের বাড়ীতে চিঠি ফেলে যায়। বক্সের গায়ে বড় বড় করে আমার নাম লেখা আছে কিন্তু তা সত্ত্বেও সে বক্সে চিঠি ফেলার আগ্রহ দেখায় না। আমার অনুরােধের কোন গুরুত্বই তার কাছে ছিল না। প্রকৃতপক্ষে সে জনগণের সেবক। এই ধরণের দায়িত্বহীনতা তাকে শােভা পায়না।
Complaint Letter to Postmaster in Bengali Language : In thir letter we are provifing পোস্টমাস্টারের কাছে অভিযোগ পত্র. তােমার চিঠি সময় মতন পৌছায় না, সে সম্পর্কে নালিশ জানিয়ে পােস্টমাষ্টারকে একটা চিঠি. Bengali Complaint Letter to Postmaster.
Complaint Letter to Postmaster in Bengali পোস্টমাস্টারের কাছে অভিযোগ পত্র
পােস্টমাস্টার মহাশয়
ডি পি ও
নূতন দিল্লী
মহাশয়।
আমার বাড়ীতে আমার চিঠিপত্র ঠিক মতন পৌছায় না, এটা সত্যিই অসহ্য হয়ে উঠেছে আমি তাই আপনার অনুগ্রহ প্রার্থনা করি। আমার বাড়ীতে চিঠিপত্র সংগ্রহের জন্য বাক্স টাঙানাে আছে কিন্তু তা সত্ত্বেও পােস্টম্যান পাশের বাড়ীতে চিঠি ফেলে যায়। বক্সের গায়ে বড় বড় করে আমার নাম লেখা আছে কিন্তু তা সত্ত্বেও সে বক্সে চিঠি ফেলার আগ্রহ দেখায় না।
আমার অনুরােধের কোন গুরুত্বই তার কাছে ছিল না। প্রকৃতপক্ষে সে জনগণের সেবক। এই ধরণের দায়িত্বহীনতা তাকে শােভা পায়না।
সম্প্রতি আমার বন্ধু আমাকে কিছু গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছে কিন্তু তা আমার হাতে আসে নি। আমার অন্য বন্ধু আমাকে মনে করিয়ে দিলে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কোন উপায় ছিল না। আশা করি আপনি এই পােস্টম্যান সম্পর্কে ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করবেন এবং যােগাযােগের প্রকৃত অর্থ কি তা তাকে বােঝাবেন।
আশা করি আপনি শীঘ্রই কোন পদক্ষেপ গ্রহণ করবেন।
ধন্যবাদের সহিত
সি-২৭৯ কিদবাঈ নগর
আপনার অনুগত
এম.এল. রায়
COMMENTS