Essay on The happiest day of my life in Bengali Language for Class 5, 6, 7, 8, 9 & 10. আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন রচনা: উত্থান, পতন মানুষের জীবনের সঙ্গী। প্রকৃত পক্ষে, জীবন ভালাে মন্দে পরিপূর্ণ। কিন্তু কার্যক্ষেত্রে মানুষের মাথা থেকে এই সমস্ত কিছুই দূরীভূত হয়। সৌভাগ্যের চাবি হাতে পেলে যে কেউ খুশীতে নেচে ওঠে, বিপরীতে অর্থাৎ দুর্ভাগ্যের সময় দুঃখে অতলে ডুবে যায়। প্রকৃতপক্ষে, যারা সম্পদশালী হয়েও উৎফুল্লতা প্রকাশ করে না এবং জটিল সময়েও দুঃখের সাগরে নিমিজ্জিত হয়ে যায় না তারাই প্রকৃত জ্ঞানী মানুষ।
Essay on The happiest day of my life in Bengali Language for Class 5, 6, 7, 8, 9 & 10
আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন রচনা: উত্থান, পতন মানুষের জীবনের সঙ্গী। প্রকৃত পক্ষে, জীবন ভালাে মন্দে পরিপূর্ণ। কিন্তু কার্যক্ষেত্রে মানুষের মাথা থেকে এই সমস্ত কিছুই দূরীভূত হয়। সৌভাগ্যের চাবি হাতে পেলে যে কেউ খুশীতে নেচে ওঠে, বিপরীতে অর্থাৎ দুর্ভাগ্যের সময় দুঃখে অতলে ডুবে যায়। প্রকৃতপক্ষে, যারা সম্পদশালী হয়েও উৎফুল্লতা প্রকাশ করে না এবং জটিল সময়েও দুঃখের সাগরে নিমিজ্জিত হয়ে যায় না তারাই প্রকৃত জ্ঞানী মানুষ।
Read also : Essay on The Aim of My Life in Bengali Language
Read also : Essay on The Aim of My Life in Bengali Language
গত বছর আমি মাধ্যমিক পাশ করেছি। আমি পরীক্ষায় ভালােভাবে উত্তীর্ণ হলেও প্রথম বিভাগ পাওয়ার কোন আশাই ছিল না। এটা ছিল আমার জীবনের উন্নতির প্রশ্ন তাই রেজাল্ট বেরানাের আগের দিন, সারা রাত আমি না ঘুমিয়ে কাটিয়ে দিই। খুব ভাের বেলাতেই শয্যা ত্যাগ করে বন্ধুদের সাথে স্কুলে পৌছে যাই। আমি খুব দ্রুত ঝােলানাে বাের্ডের কাছে পৌছ যাই এবং নিজের রােল নম্বর খুঁজতে থাকি। আমার মুখে সমস্ত রকম অভিব্যক্তি প্রকাশ পাচ্ছিল। এই সময় আমার সাথে একটা বিস্ময়কর ঘটনা ঘটেছিল, শুধুমাত্র ফাস্ট ডিভিশানের সন্ধান করতে গিয়ে দেখলাম, আমি স্কুলের মধ্যে দ্বিতীয় হয়েছি। ভগবান আমার ইচ্ছা পূরণ করেছিলেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার অন্যান্য বন্ধুরাও ভালাে নম্বর পেয়েই পাশ করেছিল। আমাদের এই খুশীর দিনটিকে উপভােগ করার জন্য আমরা একটা পিকনিক স্পটে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। আমরা ওখলা যাব বলে ঠিক করি। "
Read also : Bengali Essay on "My Best friend", "আমার প্রিয় বন্ধু রচনা"
Read also : Bengali Essay on "My Best friend", "আমার প্রিয় বন্ধু রচনা"
ওখলায় পিকনিক করার জন্য একটি আদর্শ স্থান আছে, আমরা বেলা বারােটার সময় সেখানে পৌছে ছিলাম। তখন স্থানটি জনারণ্যে পরিণত হয়েছিল। ভ্রমণকারীরা খালের পারটি জুড়ে বসে ছিল। আমরা একটা বট গাছের নিচে জায়গায় খুঁজে পেয়েছিলাম আর সেখানেই বসে পড়েছিলাম। আমরা একটা বড় ঝুড়িতে করে খাবার দাবার নিয়ে গেছিলাম। আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করে গান শুনতে ব্যস্ত ছিলাম। এমন সময় আমাদের সম্পন্ন গানের সুর ছিড়ে গেলে চিৎকার চেঁচামেচিতে। আমরা দৌড়ে খালের কাছে গেলাম, আর দেখলাম একটা ছেলে ডুবে যাচ্ছে, সে সাহায্যের জন্য চিৎকার করছিল।
Read also : Bengali Essay on "Street Vendor", "Feriwala", "ফেরিওয়ালা রচনা"
Read also : Bengali Essay on "Street Vendor", "Feriwala", "ফেরিওয়ালা রচনা"
সঙ্গে সঙ্গে আমি খালে ঝাপ দিলাম এবং সাঁতরে এই ডুবন্ত ছেলেটির দিকে এগিয়ে গেলাম। বহু কষ্টের পরে, শেষ পর্যন্ত আমি তাকে পারে আনতে সক্ষম হয়েছিলাম। তার অবস্থা খুবই শােচনীয় ছিল। তাকে ভালাে করে দেখার পর, আমি বিস্মিত হয়ে গেছিলাম কারণ সে ছিল আমাদের পুরানাে সহপাঠ। তাকে সঙ্গে সঙ্গে কিছু ঔষধ দেওয়া হয়েছিল এবং কিছুক্ষণ বাদে তার জ্ঞান ফিরে পেয়েছিল। তাকে জ্ঞান ফিরতে দেখে আমি খুশীতে নেচে উঠেছিলাম। আমার খুশীর সীমা ছিল না, কারণ আমি একজন মানুষের জীবন রক্ষা করতে পেরেছিলাম, আর সেই মানুষটি ছিল আমারই পুরানাে বন্ধু।
Read also : Essay on India of My Dreams in Bengali Language
Read also : Essay on India of My Dreams in Bengali Language
সেই দিনটা ছিল একটা বিরাট খুশীর দিন। শুধুমাত্র দ্বিতীয় স্থান অধিকার করার জন্য আমি খুশী ছিলাম তা নয়, বরং আমি একটা মানুষের জীবন রক্ষা করতে পেরেছিলাম, এটা ছিল একটা বিরাট প্রাপ্তি। এই দিনটা আমার জীবনে একটা অন্যতম খুশীর দিন হয়ে উজ্জ্বল হয়ে রয়েছে।
COMMENTS